Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver1
3いいね 292 views回再生

মৌসুমি,শাবানা,শাবনুর,কবরী,রোজিনা নাম ধরে ডাকলেই সাড়া দেয় গরু | Cow Field | Sirajganj | Raaz Agro

#cow #cowfield #cowfarm #cowvideos

বাংলাদেশের সবচেয়ে বড় গো - চারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ অঞ্চলে।

শাহজাদপুরের অনেক ঐতিহ্যের মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো এখানকার অসাধারণ বৈশিষ্ট্য মণ্ডিত বাথান ভূমি - অর্থাৎ বিশাল সুবিস্তৃত গো - চারণ ভূমি। বাংলাদেশে আর কোথাও এতো বড় এতো উর্বর গো - চারণ ভূমি বোধ হয় নেই। এর আয়তন প্রায় ১, ২০০ (বারশো) একর। বাংলাদেশের সর্ববৃহৎ বিল 'চলন বিল' এর দক্ষিণ - পূর্বাংশ এই ঐতিহ্যবাহী বাথান ভূমি। এটি প্রতি বছর আষাঢ়ের শেষ দিকে পনিতে ডুবে যায় এবং আশ্বিন মাসে ধীরে ধীরে জেগে উঠে। প্রায় তিন মাসকাল বন্যার পানির নিচে ডুবে থাকে।

পৌষমাস থেকে এখানে আসে গরুর পাল। নানা রং চেহারার অগুনতি গরু মহানন্দে লেজ নেড়ে নেড়ে কচি কচি মাসকলাইয়ের গাছগুলো দাঁতে কেটে কেটে খেতে থাকে পরম তৃপ্তিতে। বক, শালিক, ফিঙে, দোয়েলসহ নানা জাতের পাখি গরুগুলোর চারপাশে উড়তে থাকে। কখনো বা গরুর পিঠের উপর বসে দোল খায়। গরুর গায়ের আটালি বা অন্য কোনো পোকা ধরে খায়। পাখিগুলো এ অপূর্ব দৃশ্যে সৌর্ন্দযের এক নতুন মাত্রা যোগ করে।

コメント