Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver1
1いいね 22 views回再生

সেন্টমার্টিনে দিনের শেষে অন্ধকার নামতেই বদলে যেতে থাকে ছোট্ট শহরের ভয়ঙ্কর রুপ।Raaz Agro

সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।

সেন্টমার্টিন ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর (৮ বর্গ কিলোমিটার)।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সেন্টমার্টিন ইউনিয়নের লোকসংখ্যা ৬,৭২৯ জন। এর মধ্যে পুরুষ ৩,৫৬৬ জন এবং মহিলা ৩,১৬৩ জন।

টেকনাফ উপজেলার সর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে সেন্টমার্টিন ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। এ ইউনিয়নের চতুর্দিকে বঙ্গোপসাগর, তবে উত্তরে টেকনাফ উপজেলার মূল ভূখণ্ডের সাবরাং ইউনিয়ন এবং পূর্বে মায়ানমারের মূল ভূখণ্ডের রাখাইন প্রদেশ অবস্থিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এর মতে, ১৯০০ খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়।


সেন্টমার্টিন ইউনিয়নে যোগাযোগের প্রধান পথ হল নৌপথ। টেকনাফ উপজেলার মূল ভূখণ্ড থেকে ট্রলার, স্পীড বোট, জাহাজ ইত্যাদি নৌযানের মাধ্যমে এ ইউনিয়নে যাওয়া যায়।

দর্শনীয় স্থান ও বিষয়াবলি
সম্পাদনা

সমুদ্র সৈকত
ছেঁড়া দ্বীপপুঞ্জ
মেরিনপার্ক-গলাচিপা
পাথরের মানুষ
পাথরের প্রাকৃতিক বাঁধ
সারি সারি নারিকেল গাছ
বড় পাথরের বাঁদ/দারুচিনি দ্বীপ
সূর্যোদয় ও সূর্যাস্ত
পূর্ণিমা
শত প্রজাতির সামুদ্রিক মাছ
নানান ডিজাইনের নৌকা
সাগরের বুকে বিশুদ্ধ মিষ্টি পানি






#সেন্টমার্টিন #মাছ #কক্সবাজার #সমুদ্র

コメント