Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver2
34いいね 1424回再生

সেই দ্বাপর যুগে, রুক্মিণী নাকি লুকিয়ে প্রেমপত্র লিখেছিলেন ভগবান কৃষ্ণকে, কি হয়েছিল তার ফল?

DISCLAIMER:
এই চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখছেন বা দেখতে যাচ্ছেন সেই সমস্ত ঘটনা বা গল্প, বিভিন্ন পুরান আর লোককাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে বা আগামী দিনেও বানানো হবে। এই সমস্ত ঘটনা বা গল্প হাজার বছরের পুরোনো বিভিন্ন ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ভিডিওতে যে স্টিল ইমেজ বা ভিডিও ব্যবহার করা হয়েছে বা আগামীদিনেও করা হবে, সেই সমস্ত স্টিল ইমেজ ও ভিডিও, বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণে দেওয়া বর্ণনা আর তার সঙ্গে শৈল্পিক কল্পনাকে মিশিয়ে, License যুক্ত AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে বা আগামী দিনেও একই পদ্ধতিতে তৈরি করা হবে। এই চ্যানেলের ভিডিও গুলো কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মের অনুভূতিতে আঘাত করার উদ্দেশে বানানো নয় এছাড়া এই ভিডিওগুলো কোনো অশ্লীলতা, সহিংসতা ও যৌনতাকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্যে বানানো নয়। শুধুমাত্র বিভিন্ন পুরানে বর্ণিত ঘটনার গুরুত্ব ও তার বর্ণনার উপর ভিত্তি করে বানানো হয়েছে বা আগামীদিনেও বানানো হবে। এই ভিডিওগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আর বিভিন্ন পৌরাণিক ঘটনা ও গল্পগুলিকে মানুষকে অবগত করানোর জন্য বানানো হয়েছে বা আগমীদিনেও বানানো হবে ।

আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম! আমরা এই চ্যানেলের মাধ্যমে হিন্দু ধৰ্ম ও অন্যান্য ধর্মের আকর্ষণীয় পৌরাণিক কাহিনী তুলে ধরি! অনেকখানি পরিশ্রম ও সময় ব্যয় করার ফলে এই ভিডিওগুলি তৈরী করে উঠতে পারি আমরা। তাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিও দেখা, লাইক করা অথবা আর্থিক সহায়তার মাধ্যমে আপনাদের সমর্থন আমাদের এই যাত্রায় এগিয়ে যেতে সাহায্য করবে। আপনারা যদি আরো ভিডিও তৈরী করতে আমাদের সাহায্য করতে চান, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।

コメント